চট্টগ্রামের সাতকানিয়ায় বাসে তল্লাশি চালিয়ে ১ হাজার হাজার ২০০টি ইয়াবাসহ খাদিজা আকতার শিউলি (২৮) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আটককৃত খাদিজা আকতার শিউলি ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া পাটোয়ারী বাড়ীর মৃত মফিজ চৌধুরীর মেয়ে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইয়াসির আরাফাত বলেন, শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কেঁওচিয়ার খুনি বটতল এলাকায় যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। মহাসড়ক দিয়ে মাদকের চালান যাচ্ছে গোপনে এমন সংবাদ পেয়ে জনার কেঁওচিয়া খুনি বটতল এলাকায় সড়কে তল্লাশি চৌকি বসানো হয়। এসময় রাতে হানিফ পরিবহন নামে একটি বাসে খাদিজা আকতার শিউলির হেফাজত থেকে ১ হাজার হাজার ২০০টি ইয়াবা জব্দ করা হয়।
এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণআইনে মামলা হয়েছে। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।