spot_imgspot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩
প্রচ্ছদচট্টগ্রামসাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে হাটহাজারীতে সমাবেশ

সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে হাটহাজারীতে সমাবেশ

হাটহাজারী প্রতিনিধি
spot_imgspot_imgspot_imgspot_img

পেশাগত দায়িত্ব পালনকালে ঢাকাসহ সারাদেশে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে হাটহাজারীতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ অক্টোবর) হাটহাজারী বাসস্ট্যান্ড চত্বরে হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি মোঃ আসলাম পারভেজের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক মোহাম্মদ আবু নোমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মোঃ বোরহান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসেন, নির্বাহী সদস্য শ্যামল নাথ, যুগ্ম সম্পাদক উজ্জ্বল নাথ, সিনিয়র সদস্য রিমন মুহুরী, সহ সাংগঠনিক সম্পাদক সুমন পল্লব, দপ্তর সম্পাদক আবুল মনছুর, সহ প্রচার সম্পাদক এম ওসমান গনি, সদস্য এইচ এম এরশাদ, ক্রীড়া সম্পাদক জাহেদুল ইসলাম জাহেদ, সদস্য সাহাবুদ্দীন সাইফ, মোঃ ইরফান, আব্দুল্লাহ আল মামুন।

সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিকদের জাতির বিবেক বলা হয় অথচ কোন পোগ্রামের নিউজ সংগ্রহ করতে গেলে প্রায় সময় সাংবাদিকরা নির্যাতনের শিকার হন। কেউ খবর রাখেনা নির্যাতনের শিকার সেই সাংবাদিক কিংবা তার পরিবারের। বক্তারা ঢাকাসহ সারাদেশে সাংবাদিকদের উপর হামলাকারীদের খুঁজে আইনের আওতায় আনার দাবি জানান প্রশাসনের প্রতি।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ