spot_imgspot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩
প্রচ্ছদবিনোদনভাবলাম একটা ডিগবাজি দেই : জায়েদ খান

ভাবলাম একটা ডিগবাজি দেই : জায়েদ খান

বিনোদন ডেস্ক
spot_imgspot_imgspot_imgspot_img

বিভিন্ন সময়েই নানা কর্মকাণ্ডে সংবাদের শিরোনাম হন ঢাকাই সিনেমার আলোচিত অভিনেতা জায়েদ খান। এবারও তেমন কিছুই করলেন! যা তাকে ফের আলোচনায় নিয়ে এলো।

সম্প্রতি ‘মিস্টার এন্ড মিসেস গ্ল্যামার’(সিজন ৩)-এর ফাইনাল রাউন্ডে বিচারকার্যের মাধ্যমে সেরা সুদর্শন পুরুষ ও নারী খুঁজার দায়িত্ব পেয়েছিলেন জায়েদ। সেখানেই দর্শকদের সামনে গানের সঙ্গে নাচের তালে দুই হাতে ভর দিয়ে ডিগবাজি দিয়েছেন তিনি। যে ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

শুক্রবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর গুলশান ক্লাবে ‘মিস্টার অ্যান্ড মিসেস গ্ল্যামার’ (সিজন ৩)-এর ফাইনাল রাউন্ডে বিচারকের দায়িত্ব পালন করতে গিয়েছিলেন জায়েদ খান। সেখানে মঞ্চে অন্যদের অনুপ্রাণিত করতে দেন সাইড ডিগবাজি। ভিডিওতে দেখা যায়, দৌড়ে গিয়ে দু’হাতে ভর করে দিয়েছেন ডিগবাজি এবং সফলভাবে নাচটাও সেরেছেন।

হঠাৎই কেন ডিগবাজি দিলেন, এমন প্রশ্নে এই অভিনেতা বলেন- ‘আমি ছোটবেলা থেকে স্পোর্টসম্যান ছিলাম। খেলাধুলা করেছি, বডি ফিট রেখেছি। যার কারণে আমার বডি সাপোর্ট করে। মেরুদণ্ড ও শরীর সাপোর্ট না করলে আপনি পড়ে যাবেন। সেই হিসেবেই মনে হলো র‌্যাম্পে একটা ডিগবাজি দিয়ে দিই এবং সেটি করলাম।’

জায়েদ জানান, ব্যস্ততার মাঝেই নিয়মিত জিমে যাওয়ার চেষ্টা করেন। শরীরটা ঝরঝরে রাখার চেষ্টা করেন। আর তারই ফল দেখা গেল এদিনের অনুষ্ঠানে।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ