চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা পরিষদ চেয়ারম্যান এর পদ থেকে পদত্যাগ চেয়ে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনার বরাবর পদত্যাগ পত্র জমা দিয়েছেন এস এম আল মামুন।
সোমবার (৩০ অক্টোবর) চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এ পদত্যাগপত্র প্রদান করেন।
জানা গেছে, তিনি ব্যক্তিগত/পারিবারিক কারণ দেখিয়ে উপজেলা চেয়ারম্যান পদ থেকে সরে যেতে পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগের বিষয়টি জানতে চাইলে এস এম আল মামুন বলেন, ‘আসন্ন সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে উপজেলা চেয়্যারম্যান পদ থেকে সরে যেতে পদত্যাগপত্র জমা দিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী (আমার নেত্রী) যদি আমাকে নমিনেশন দেন।চেয়ারম্যান পদে থাকার কারণে গতবার সংসদ নির্বাচনে নমিনেশন পাইনি।দলীয় মনোনয়ন পেতে এটা ছিল বাঁধা।তাছাড়া উপজেলা চেয়ারম্যান পদের সময় আছে মাত্র ৩/৪ মাস পর্যন্ত।’
উল্লেখ্য, সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা আলহাজ্ব এস এম আল মামুন।তিনি সীতাকুণ্ড উপজেলার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তৃণমূল থেকে শুরু করে নেতৃস্থানীয় পর্যায়ের বড় একটি অংশকে নিয়ন্ত্রণ করেন বলে সমর্থকরা মনে করেন।