spot_imgspot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩
প্রচ্ছদচট্টগ্রামসরফভাটায় ঘরে ঢুকে স্বামী-স্ত্রীকে খুন, আহত ছেলে

সরফভাটায় ঘরে ঢুকে স্বামী-স্ত্রীকে খুন, আহত ছেলে

রাঙ্গুনিয়া প্রতিনিধি
spot_imgspot_imgspot_imgspot_img

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় রাতে ঘরে ঢুকে এক বৃদ্ধের পরিবারের ওপর সশস্ত্র হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এতে এখন পর্যন্ত একই পরিবারের বৃদ্ধ স্বামী-স্ত্রীসহ দুই জনের মৃত্যু হয়েছে এবং আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন ওই বৃদ্ধ দম্পতির এক ছেলে।

সোমবার (৩০ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার সরফভাটা ইউনিয়নের ৪নং ওয়ার্ড ছৈয়দুরখীল এলাকার ফজর বাপের বাড়িতে এই ঘটনা ঘটেছে।

এ সন্ত্রাসী হামলার ঘটনায় নিহতরা হলেন- বৃদ্ধ মো. আমির হোসেন (৬৫) ও তারই স্ত্রী জুলেখা বেগম (৫৫)। নিহত আমির হোসেন এলাকার মৃত আব্দুল নবীর ছেলে ও পেশায় একজন কৃষক।

আহত জসিম উদ্দিন (৩৫) হলেন একই ঘটনায় নিহত বৃদ্ধ আমির হোসেন ও জুলেখা বেগমের ছেলে। জসিমের অবস্থাও আশংকাজনক। সে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।

স্থানীয় ইউপি সদস্য আবদুল মোনাফ জানান, ‘রাত ৯টার দিকে একদল সন্ত্রাসী ছৈয়দুরখীল গ্রামের ফজর বাপের বাড়িতে বৃদ্ধ আমির হোসেনের বাড়িতে অতর্কিত হামলা করে। এতে তাঁরা বৃদ্ধ আমির হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর যখম করে। এছাড়াও বৃদ্ধ আমির হসেনকে বাঁচাতে তার স্ত্রী জুলেখা ও ছেলে জসিম উদ্দিন এগিয়ে এলে তাদেরকেও কুপিয়ে গুরুতর যখম করে সন্ত্রাসীরা। আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে রাত ১১টার দিকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রাত ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধ আমির হোসেনকে মৃত ঘোষণা করেন। সর্বশেষ আজ মঙ্গলবার নিহত বৃদ্ধের স্ত্রী জুলেখা বেগমও মারা গেছে। তাদের কবর খোঁড়া হচ্ছে।’

জানতে চাইলে ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাসান বলেন, ‘গতকাল সোমবার রাত ৯টার দিকে সন্ত্রাসী হামলার ঘটনায় একই পরিবারের ২জনের মৃত্যু হয়েছে। আহত একজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সন্ত্রাসীরা পূর্ব বিরোধের জেরে এ ঘটনা ঘটাতে পারে, আমরা এখনও বিস্তারিত জানিনা। সন্ত্রাসীদের ধরতে অভিযান চালানো হচ্ছে। এছাড়া এ বিষয়ে এখনও কোনো অভিযোগ পাইনি তবে মামলা হবে।’

আরও পড়ুন

spot_img

সর্বশেষ