spot_imgspot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩
প্রচ্ছদচট্টগ্রামরাঙ্গুনিয়ায় দুই ট্রাকে আগুন

রাঙ্গুনিয়ায় দুই ট্রাকে আগুন

রাঙ্গুনিয়া প্রতিনিধি
spot_imgspot_imgspot_imgspot_img

বিএনপির ডাকা টানা তিনদিন অবরোধের দ্বিতীয় দিনে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়ায় সড়কের গাছ কেটে রাস্তায় ফেলে ব্যারিকেড দিয়েছে দুর্বৃত্তরা। পরে আটকে যাওয়া দুইটি খালি ট্রাকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আজ বুধবার ভোর ৪টার দিকে উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের চৌধুরী গোট্টা এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিষয়টি নিশ্চিত করেছেন রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জাহেদুল রহমান। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগে ট্রাকের আগুন নেভানো হয়। পরে সড়ক থেকে গাছ কেটে সরিয়ে প্রায় দুই ঘন্টার চেষ্টায় যান চলাচল স্বাভাবিক করা হয়।

এ বিষয়ে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, এ ঘটনায় ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। মামলা প্রক্রিয়াধীন। আমরা ঘটনার তদন্ত করছি।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ