spot_imgspot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩
প্রচ্ছদচট্টগ্রামচন্দনাইশে ঝুলন্ত লাশ উদ্ধার

চন্দনাইশে ঝুলন্ত লাশ উদ্ধার

চন্দনাইশ প্রতিনিধি
spot_imgspot_imgspot_imgspot_img

চন্দনাইশ বরকল পাঠানদন্ডী এলাকায় হারুনুর রশিদ (৫৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১ নভেম্বর) দুপুরে উপজেলার বরকল পাঠানদন্ডী ইউসুফ আলী সওদাগর বাড়ীর একটি বসতঘরের ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত হারুনুর রশিদ উপজেলার বরকল পাঠানদন্ডী ইউসুফ আলী সওদাগর বাড়ী এলাকার মৃত ওসমানের ছেলে বলে জানা যায়।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বরকল পাঠানদন্ডী , ইউসুফ আলী সওদাগর বাড়ী এলাকায় হারুনুর রশিদকে তার ভাইপো তানভীর (৯)  দুপুরে খাবার খাওয়ার জন্য ডাকতে গেলে দেখে যে তার চাচা, রুমের সিলিং ফ্যানের সাথে রশি দিয়ে ফাঁস লাগিয়ে ঝুলে আছে। সে তার চাচিকে খবর দিলে তার চাচী গিয়ে দেখে ফ্যানের সাথে তার স্বামী ঝুলিয়ে আছে। সে পুলিশকে জানালে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে  লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে।থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুল ইসলাম বলেছেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে পরে পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়া লাশ ফেরত দেয়া হয়। এই বিষয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ