spot_imgspot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩
প্রচ্ছদচট্টগ্রামভিমরুলের কামড়ে গেলো শ্রমিকের প্রাণ

ভিমরুলের কামড়ে গেলো শ্রমিকের প্রাণ

বাংলাধারা প্রতিবেদক
spot_imgspot_imgspot_imgspot_img

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার বেতাগী ইউনিয়নের সিকদার পাড়া গ্রামে ভিমরুলের কামড়ে এক রাজা মিয়া (৪০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত রাজা মিয়া বেতাগী ইউনিয়ন শিকদারপাড়া গ্রামের এনামুল হকের ছেলে। তিনি দৈনিক মজুরির ভিত্তিতে শ্রমিক হিসেবে কাজ করতেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান শফিউল আলম জানান, সকালে রাজা মিয়া প্রতিবেশী নুরু মিয়ার গাছ কাটতে যায়। এসময় অসংখ্য ভিমরুলের ফুটানো হুলে আহত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। দুপুর ৩টায় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

চিকিৎসকরা জানান, কতগুলো ভিমরুল একজন মানুষকে হুল ফোটালে তার মৃত্যু হবে সে কথা স্পষ্ট করে বলা যাবে না। ভিমরুল হুল ফুটানোর ফলে শরীরে ‘এনাফেলাকটিক শক’ তৈরি হয়। যার ফলে ‘অ্যালার্জিক’ প্রতিক্রিয়া হতে পারে। এই প্রতিক্রিয়ায় অনেক সময় মানুষের মৃত্যু হয়।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ