spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
শনিবার, ৩ জুন ২০২৩
প্রচ্ছদবৃহত্তর চট্টগ্রামকাঁঠাল রক্ষা করতে গিয়ে হাতির আক্রমণে কৃষকের মৃত্যু

কাঁঠাল রক্ষা করতে গিয়ে হাতির আক্রমণে কৃষকের মৃত্যু

spot_img

কক্সবাজার প্রতিনিধি »

কক্সবাজারের রামুর খুনিয়াপালংয়ের তুলাবাগান এলাকায় কাঁঠাল রক্ষা করতে গিয়ে হাতির আক্রমণে এক কৃষক নিহত হয়েছেন।

শনিবার (২২ জুন) রাত সাড়ে নয়টার দিকে খুনিয়াপালং ২ নম্বর ওয়ার্ডের কায়দংপাহাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবুল বশর (৪৫) খুনিয়াপালং ২ নম্বর ওয়ার্ডের কায়দংপাহাড় এলাকার আব্দুল জব্বারের ছেলে এবং পেশায় কৃষক।

ইউনিয়ন পরিষদ (ইউপি)’র ৩ নম্বর ওয়ার্ড সদস্য জানে আলম স্থানীয়দের বরাত দিয়ে জানান, রাত ৯টার দিকে একটি হাতির পাল লোকালয়ে হানা দেয়। কায়দংপাহাড়ে আসার পর হাতিগুলো গাছের কাঁঠাল খাচ্ছিল। কাঁঠাল রক্ষা করার লক্ষ্যে হাতি তাড়ানোর চেষ্টা চালান আবুল বশর। এসময় রাগান্বিত হয়ে একটি হাতি তাকে উল্টো ধাওয়া করে ধরে স্যুঁড়ের আঘাতে আছড়িয়ে মেরে ফেলে।

স্থানীয় কর্মজীবী এ এইচ সেলিম উল্লাহ জানান, আঁছাড় দিয়ে হাতির পাল চলে গেলে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রামু থানার ওসি (তদন্ত) এসএম মিজানুর রহমান জানান, মর্মান্তিক এ ঘটনার খবর পেয়েছি। মরদেহ নিহতের বাড়িতে রয়েছে।

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন

spot_img

সর্বশেষ