কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) জাতীয় জেল হত্যা দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্পনের মাধ্যমে জাতীয় চার নেতা ও শহীদদের স্মরণ করেছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।
শুক্রবার (৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে কলা অনুষদ পর্যন্ত শোকাবহ যাত্রার মাধ্যমে তারা এই কর্মসূচি পালন করে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুমিন শুভ বলেন, ১৯৭১ সালে আজকের এইদিনে বাঙালি জাতির এই চার নেতাকে জেলের মধ্যে নির্মমভাবে হত্যা করা হয় আমরা তাদের শ্রদ্ধা ভরে স্মরণ করছি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করি।
নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী হল শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ইসরাত জাহান জেরিন বলেন, আজকের এইদিনে স্বাধীন বাংলাদেশের জাতীয় চার নেতা যারা তৎকালীন বঙ্গবন্ধুর সবচেয়ে বিশ্বস্ত সহযোগী এবং বঙ্গবন্ধু পরবর্তী নেতৃত্বগুণা ছিল তাদেরকে জেলখানার মধ্যে নির্মমভাবে হত্যা করা হয়। ভবিষ্যতে এইসকল বেঈমান এবং তাদের বংশধররা যাতে দেশে কোন অরাজকতা তৈরি করতে না পারে সেদিকে বাংলাদেশ ছাত্রলীগ সবসময় সোচ্চার ছিলো, আগামীতেও থাকবে।
উল্লেখ্য, ১৯৭৫ সালের এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নৃশংসভাবে হত্যা করা হয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর হিসেবে বাংলাদেশের মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন
এম মনসুর আলী এবং এ এইচ এম কামারুজ্জামান।