চট্টগ্রাম নগরীর জামালখান এলাকায় গ্র্যান্ড ওপেনিং এর মাধ্যমে যাত্রা শুরু করেছে চট্টগ্রামের প্রিমিয়াম বেকারি ব্র্যান্ড খুলশী মার্ট গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ‘কে বেকারি’র ১৬ তম আউটলেট।
শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে জামালখান ইকুরিয়ামের বিপরীতে সুপরিসর ও আধুনিক এই আউটলেট উদ্বোধন করেন মার্ট প্রমোটরস লিঃ এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক গুলশানা আলী, খুলশী মার্ট মার্ট প্রমোটরস লিমিটেডের নির্বাহী পরিচালক সরফরাজ আলী, জামালখান আউটলেটের ল্যান্ড ওনার ফরিদা ইয়াসমিন, মার্ট প্রমোটর্স লিমিটেড এর বিজনেজ ডেভলপমেন্ট ম্যানেজার শাখের হোসাইন, কে বেকারির আউটলেট ম্যানেজার ফয়সাল আহমেদ। এছাড়া নগরীর বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যাক্তিবর্গ এই সময় উপস্থিত ছিলেন।
মার্ট প্রমোটরস লিঃ এর বিজনেজ ডেভলপমেন্ট ম্যানেজার শাখের হোসাইন জানান, প্রিমিয়াম কোয়ালিটি বেকারি পণ্য ও মিষ্টান্নের জন্য সমগ্র চট্টগ্রাম নগরীতে কে বেকারী একটি জনপ্রিয় ব্র্যান্ড। কেক, পেস্টি, চিকেন চিজ পাপ, স্পাইসি হটডক, মেরিন স্যান্ডউইচ, বিফ মিটলোপ, চিকেন পিৎজা, কোয়ালিটি প্রিমিয়াম ব্রেড, প্রিমিয়াম বিস্কিটসহ প্রায় ৩শ ধরনের বেকারী পণ্য উৎপাদন ও বিপণন করে থাকে কে বেকারী। এছাড়া প্রিমিয়াম সুইটস আইটেমের মধ্যে রয়েছে জাফরান ভোগ, ইরানি চমচম, স্পেশাল রসমালাই রয়েছে কে বেকারির প্রোডাক্ট তালিকায়। চট্টগ্রাম নগরীর সব অভিজাত এলাকায় কে বেকারীর আউটলেট রয়েছে।
সর্বশেষ জামালখান এলাকায় এই প্রিমিয়াম বেকারি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের ১৬তম আউটলেট যাত্রা শুরু করলো গ্র্যান্ড ওপেনিং-এর মাধ্যমে। অব্যাহত গ্রাহক চাহিদার প্রেক্ষাপটে নগরীতে কে বেকারির আরো আউটলেট চালু করার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।
নির্বাহী পরিচালক সরফরাজ আলী জানান, কে বেকারি চট্টগ্রামের সুপরিচিত একটি প্রতিষ্ঠান। দীর্ঘ বছর ধরে অত্যন্ত সুনামের সাথে এই বেকারি পরিচালিত হয়ে আসছেন বলেও জানান তিনি।
চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী বলেন, সুনামের ধারাবাহিকতাকে পুঁজি করে দেশের সর্বাধুনিক কারখানায় উৎপাদন হয় কে বেকারির খাদ্যপণ্য।