‘সমবায় গড়েছি দেশ স্মার্ট হবে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সীতাকুণ্ডে ৫২তম সমবায় দিবস পালিত হয়েছে।
শনিবার (৪ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সমবায় দিবস উপলক্ষে ক্রেস্ট প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে উপজেলা প্রশাসন ও সমবায়ের উদ্যোগে একটি র্যালি বের হয়।
সমবায় দিবসে সমবায় অফিসার এম এ শহীদ ভুঁইয়ার সভাপতিত্বে ও এভারব্রাইট ফাউন্ডেশন মাল্টি পারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড এর সাধারণ সম্পাদক তপন মজুমদারের সঞ্চালনায় অতিথি হিসেবে ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন,যুব কর্মকর্তা মোঃ শাহ আলম, রিসোর্স সেন্টার প্রশিক্ষক মাধব চন্দ্র মজুমদার,একাডেমিক সুপারভাইজার ফারুক হোসেন, আইসিটি সহকারী প্রোগ্রামার আব্দুর রহিম,দপ্তর সম্পাদক আবুল খায়ের, শিক্ষক লোকমান মিয়া,প্রশাসনিক কর্মকর্তা অনীল বড়ুয়া প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সমবায় সমিতির অবদান অনস্বীকার্য। দেশকে এগিয়ে নিতে চাইলে সমবায়কে এগিয়ে নিতে হবে।