বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২০২৩-২০২৫ মেয়াদে সীতাকুণ্ড হেলথ এন্ড এডুকেশন ট্রাস্ট এর ১৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হয়েছে। নবনির্বাচিত কমিটির চেয়ারম্যান হলেন শিল্পপতি মাস্টার আবুল কাশেম, সাধারণ সম্পাদক লায়ন মো. গিয়াস উদ্দিন।
শনিবার (৪ নভেম্বর) হেলথ এন্ড এডুকেশন ট্রাস্টের ১৫টি পদে একাধিক প্রার্থী না থাকায় নির্বাচন কমিশন কার্যনির্বাহী কমিটি ২০২৩-২০২৫ নির্বাচিত ঘোষণা করেন।
এতে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আবুল হাসান শাহাবুদ্দিন, নির্বাচন কমিশনার ফারুক মোনাদিন চৌধুরী ও নুরুল বশর জিলানী, নির্বাচন কমিশন সচিব হিসেবে লায়ন অ্যাডভোকেট মো. সরোয়ার হোসেন লাভলু দায়িত্ব পালন করেন।
১৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি রোটারিয়ান মুহাম্মদ মুসলিম, সহ-সভাপতি লায়ন হাজী মো. ইউছুপ শাহ, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ মনোয়ারুল হক এফসিএমএ, সাংগঠনিক সম্পাদক লায়ন মোহাম্মদ বেলাল হোসেন, অর্থসম্পাদক ননী গোপাল দেবনাথ, দপ্তর সম্পাদক লায়ন ইঞ্জিনিয়ার মো. কামরুদ্দোজা,প্রচার সম্পাদক লায়ন মো. শাহজাহান, আন্তর্জাতিক সম্পাদক খোরশেদ আলম, কার্যনির্বাহী সদস্যা হলেন প্রফেসর ড. মো. ফসিউল আলম,বীর মুক্তিযোদ্ধা বখতিয়ার উদ্দিন চৌধুরী, ডা. শাহরিয়ার আহমদ মিলন, মুরাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চেয়্যারম্যান এস. এম. রেজাউল করিম বাহার ,মোহাম্মদ আরিফুর রহমান প্রমুখ।