spot_imgspot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩
প্রচ্ছদচট্টগ্রামএফ এ ক্রিয়েটিভ ফার্মের সাথে বাংলাধারার প্রযুক্তি সেবা চুক্তি

এফ এ ক্রিয়েটিভ ফার্মের সাথে বাংলাধারার প্রযুক্তি সেবা চুক্তি

নিজস্ব প্রতিবেদক
spot_imgspot_imgspot_imgspot_img

এফ এ ক্রিয়েটিভ ফার্ম লিমিটেডের সাথে প্রযু্ক্তি সেবা উন্নয়নের লক্ষ্যে অনলাইন নিউজপোর্টাল বাংলাধারা ডট কমের দ্বিপাক্ষীয় চুক্তি স্বাক্ষর হয়েছে। রোববার (৫ নভেম্বর) বিকেলে বাংলাধারা সম্পাদকের কার্যালয়ে এ দ্বিপাক্ষীয় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

প্রযুক্তিগত সেবা উন্নয়নের লক্ষ্যে আগামী দুই বছরের জন্য বাংলাধারা ডট কমের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন বাংলাধারার সম্পাদক ফেরদৌস শিপন ও এফ এ ক্রিয়েটিভ ফার্ম লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন ফার্মটির ব্যাবস্থাপনা পরিচালক ফরহাদ আ‌মিন ফয়সল।

চুক্তিপত্র স্বাক্ষর পরবর্তী হস্তান্তরের সময় বাংলাধারার পক্ষে উপস্থিত ছিলেন বাংলাধারার বার্তা সম্পাদক আব্দুল আলী, নিউজ ইনচার্জ ও স্পোর্টস প্রতিবেদক শাহ আব্দুল্লাহ আল রাহাত, সহ-সম্পাদক আজমল হোসেন, রিপোর্টার রিয়ান বিন কবির এবং ক্রিয়েটিভ ফার্ম লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন ফার্মটির সিটিও ইঞ্জিনিয়ার রায়হান তাজদীদ ও ডব্লিও পি ইনচার্জ ইঞ্জিনিয়ার মেহেদী শেখ।

উল্লেখ্য, নিউজপোর্টাল বাংলাধারা ডট কমের বস্তুনিষ্ট ও হালনাগাদ খবর পাঠকদের দৌড়গোড়ায় পৌছে দেয়ার লক্ষ্যে এসময় একটি মোবাইল এ্যাপ তৈরীর নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ্যাপটির পূর্ণাঙ্গ ডেভেলপমেন্ট সম্পন্ন হলে শীগ্রই এ্যাপটি প্লে স্টোরে পাওয়া যাবে।

 

আরও পড়ুন

spot_img

সর্বশেষ