এফ এ ক্রিয়েটিভ ফার্ম লিমিটেডের সাথে প্রযু্ক্তি সেবা উন্নয়নের লক্ষ্যে অনলাইন নিউজপোর্টাল বাংলাধারা ডট কমের দ্বিপাক্ষীয় চুক্তি স্বাক্ষর হয়েছে। রোববার (৫ নভেম্বর) বিকেলে বাংলাধারা সম্পাদকের কার্যালয়ে এ দ্বিপাক্ষীয় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
প্রযুক্তিগত সেবা উন্নয়নের লক্ষ্যে আগামী দুই বছরের জন্য বাংলাধারা ডট কমের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন বাংলাধারার সম্পাদক ফেরদৌস শিপন ও এফ এ ক্রিয়েটিভ ফার্ম লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন ফার্মটির ব্যাবস্থাপনা পরিচালক ফরহাদ আমিন ফয়সল।
চুক্তিপত্র স্বাক্ষর পরবর্তী হস্তান্তরের সময় বাংলাধারার পক্ষে উপস্থিত ছিলেন বাংলাধারার বার্তা সম্পাদক আব্দুল আলী, নিউজ ইনচার্জ ও স্পোর্টস প্রতিবেদক শাহ আব্দুল্লাহ আল রাহাত, সহ-সম্পাদক আজমল হোসেন, রিপোর্টার রিয়ান বিন কবির এবং ক্রিয়েটিভ ফার্ম লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন ফার্মটির সিটিও ইঞ্জিনিয়ার রায়হান তাজদীদ ও ডব্লিও পি ইনচার্জ ইঞ্জিনিয়ার মেহেদী শেখ।
উল্লেখ্য, নিউজপোর্টাল বাংলাধারা ডট কমের বস্তুনিষ্ট ও হালনাগাদ খবর পাঠকদের দৌড়গোড়ায় পৌছে দেয়ার লক্ষ্যে এসময় একটি মোবাইল এ্যাপ তৈরীর নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ্যাপটির পূর্ণাঙ্গ ডেভেলপমেন্ট সম্পন্ন হলে শীগ্রই এ্যাপটি প্লে স্টোরে পাওয়া যাবে।