কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিনর সৈকতে ভেসে আসা অর্ধগলিত অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৬ নভেম্বর) দিনগত রাত ১টার দিকে সেন্টমার্টিনের উত্তর সমুদ্র সৈকত এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবায়ের সৈয়দ।
ওসি বলেন, সোমবার দিনগত রাত ১টার দিকে দ্বীপের উত্তর সৈকতে ভেসে আসা এক মরদেহ উদ্ধার করা হয়। তবে মরদেহের নাম ও পরিচয় নিশ্চিত করতে না পারলেও তার আনুমানিক বয়স ৩৫ থেকে ৪০ বছর হতে পারে বলে তিনি জানান।
ওসি আরো বলেন, মরদেহটি পঁচে অর্ধগলিত। এ কারণে পরিচয় শনাক্ত করা সম্ভব হচ্ছে না। তবে তার শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই।ধারণা করা হচ্ছে, অন্তত সপ্তাহখানেক আগে তার মৃত্যু হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে উল্লেখ করেন ওসি।