spot_imgspot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩
প্রচ্ছদচট্টগ্রামকাভার্ড ভ্যানে গ্যাস বিক্রি, অর্ধলাখ টাকা জরিমানা

কাভার্ড ভ্যানে গ্যাস বিক্রি, অর্ধলাখ টাকা জরিমানা

সাতকানিয়া প্রতিনিধি
spot_imgspot_imgspot_imgspot_img

চট্টগ্রামের সাতকানিয়ায় মারাত্বক ঝুঁকিপূর্ণভাবে কাভার্ড ভ্যানে সিএনজি গ্যাস বিক্রির দায়ে আব্দুস সাত্তার (৪২) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৬ নভেম্বর) সকালে উপজেলার কেরানীহাট-বান্দরবান সড়কের লাইনম্যান সৈয়দের বাড়ি এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়।

সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকীর বলেন, আমাদের কাছে কেরানিহাট এলাকায় কাভার্ড ভ্যানে অবৈধভাবে সিএনজিচালিত অটোরিকশায় গ্যাস বিক্রি করছে এমন সংবাদ আসে। পরে সংবাদের ভিত্তিতে সোমবার সকালে কেরানীহাট-বান্দরবান সড়কের লাইনম্যান সৈয়দের বাড়ি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বাংলাদেশ গ্যাস আইন ২০১০ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী আব্দুস সাত্তার নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ওই গ্যাস বিক্রেতাসহ অন্য ব্যক্তিদের এ বিষয়ে সতর্ক করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ