spot_imgspot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩
প্রচ্ছদআন্তর্জাতিকশিশুদের কবরস্থান হয়ে উঠছে গাজা : জাতিসংঘ

শিশুদের কবরস্থান হয়ে উঠছে গাজা : জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক
spot_imgspot_imgspot_imgspot_img

ইসরায়েলের বিমান হামলা বাড়তে থাকায় গাজা শিশুদের জন্য কবরস্থান হয়ে উঠছে বলে সতর্ক করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। প্রতিদিনই গাজায় শত শত ছেলে-মেয়ে মারা যাওয়ার খবর পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন তিনি।

আন্তর্জাতিক মানবিক আইন যে লঙ্ঘন হচ্ছে এতেই তা স্পষ্ট, বলেন গুতেরেস। তিনি বলেন, ইসরায়েল-হামাসের এই লড়াইয়ে সাধারণ মানুষের সুরক্ষার বিষয়টি ‘সর্বাগ্রে প্রাধান্য পেতে হবে।’

প্রতিটি ঘণ্টা অতিবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে ‘মানবিক যুদ্ধবিরতি’ অনেক বেশি জরুরি হয়ে উঠছে বলে মন্তব্য করেন তিনি।

এর আগে জাতিসংঘ সংস্থাগুলোও এক যৌথ বিবৃতিতে গাজায় বেসামরিক নাগরিক হত্যাকে ‘ভয়াবহ’ আখ্যা দিয়েছে।

রোববার রাতভর ইসরায়েলের সামরিক বাহিনীর ভারি বোমা হামলায় গাজায় প্রায় ২০০ মানুষ নিহত হওয়ার খবর বিবিসি’র সাংবাদিকদের জানিয়েছেন সেখানকার আল শিফা হাসপাতালের পরিচালক।

ইসরায়েলের সেনাবাহিনী বলছে, তাদের সেনারা গাজায় ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের একটি ফাঁড়ির নিয়ন্ত্রণ নিয়েছে।

জাতিসংঘের মানবিক ত্রাণ সংস্থাগুলোর একটি গোষ্ঠী বলেছে, গাজায় সাধারণ মানুষকে নির্বিচারে হত্যা করাটা অপরাধ। গাজায় নিহতদের মধ্যে হাজার হাজার শিশু আছে বলে ধারণা করা হচ্ছে।

গত ৭ অক্টোবর ইসরায়েলে ঢুকে হামাসের অতর্কিত হামলার পর থেকেই গাজায় ইসরায়েলের প্রতিশোধ হামলা চলছে। এ যুদ্ধে গাজায় হামাসকে নির্মূলের অঙ্গীকার করেছেনে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ইসরায়েলের লাগাতার হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়েই চলেছে।

সোমবার গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জাতিসংঘ মহাসচিব গুতেরেস গাজা-ইসরায়েল যুদ্ধের ফল হিসাবে সংঘাত ছড়িয়ে পড়ারও আশঙ্কা প্রকাশ করেছেন বলে জানিয়েছে বিবিসি।

সংঘাত ব্যাপক এলাকাজুড়ে ছড়িয়ে পড়ার ঝুঁকির বিষয়টি আলোচনায় নিয়ে আসতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন তিনি। বলেছেন, “আমরা এরই মধ্যে সংঘাতের তীব্রতা বেড়ে যেতে দেখতে পাচ্ছি লেবানন এবং সিরিয়া থেকে, ইরাক এবং ইয়েমেনে।”

ইহুদি-বিদ্বেষী এবং মুসলিম-বিদ্বেষী কথাবার্তা বলা বন্ধ করার ডাক দিয়ে তিনি বলেন, বিশ্বের বহু জায়গাতেই ইহুদি এবং মুসলিমরা তাদের ব্যক্তিগত নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে ভয়ে ভয়ে আছে।

সবশেষে গাজায় অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে গুতেরেস নতুন করে ইসরায়েল-ফিলিস্তিনের দ্বিরাষ্ট্রীক সমাধান প্রয়োজন বলে মত দিয়েছেন।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ