খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ভারতীয় মোবাইল ফোনসহ তিনজনকে আটক করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ। এসময় মোবাইলফোনগুলো জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য দশ লাখ চল্লিশ হাজার টাকা।
আটককৃতরা হলেন, গোমতী ইউনিয়নের দক্ষিণ শান্তিপুর এলাকার আব্দুর রশীদের ছেলে মোঃ ইমাম হোসেন ও মো: বেলাল হোসেন, বাঁশখালীর ছাম্বল ইউপির পশ্চিম ছাম্বল এলাকার কবির আহমেদের ছেলে আব্দুর রহিম।
খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তা ধর জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাটিরাঙা থেকে ভারতীয় মোবাইল ফোনসহ তিনজনকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, চোরাকারবারীসহ যে কোন অপরাধ দমনে খাগড়াছড়ি জেলা পুলিশের গোয়েন্দা সবসময় তৎপর ভূমিকা পালন করবে। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।