নেপালের ধুলিখেলে চার দিনব্যাপী টেকসই পরিবেশ বির্নিমাণ ও সামাজিক উদ্যোক্তা তৈরি নিয়ে অনুষ্ঠিত হলো ইন্টারন্যাশনাল ইয়োথ এক্সচেঞ্জ অন এন্টারপ্রেনারশীপ এ্যান্ড এনভার্ণমেন্ট-২০২৩ (আই.ওয়াই.ই)। ২ নভেম্বর থেকে ৫ নভেম্বর এই কনফারেন্স সম্পন্ন হয়।
আন্তর্জাতিক এই কনফারেন্সে বাংলাদেশ, পাকিস্তান, রাশিয়া, সুইডেন ও নেপালসহ পাঁচটি দেশের সর্বমোট ৩৫ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। কনফারেন্সে বাংলাদেশ প্রতিনিধি ও স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের পোর্টসিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষক প্রশান্ত কুমার শীল।
প্রশান্ত কুমার শীল ‘মিডিয়া এন্টারপ্রেনারশীপ: অ্যা কনসেনশুয়েল ডেফিনিশন’ নিয়ে ৩৫ মিনিটের একটি অংশগ্রহণমূলক সেশন নেন। এতে তিনি নতুন উদ্যেক্তা তৈরিতে মূল ধারার গণমাধ্যম কতটুকু শক্তিশালী ভুমিকা পালন করে এই নিয়ে নিজের গবেষণা উপস্থাপন করেন।
এছাড়া তিনি বলেন গণমাধ্যমই হলো সমাজিক উন্নয়নের বার্তা প্রেরণের অনত্যম অধ্যায়। সমাজের প্রভূত উন্নয়ন সাধনে ও নতুন সমাজিক প্রেক্ষাগৃহ বির্নিমাণে মিডিয়া এন্টারপ্রেনারশীপ আবশ্যকীয় বিষয়।
কনফারেন্সটি আয়োজন করেন নেপালের পরিবেশবাদী সংগঠন ‘সোসাইটি ফর এনভাইরনমেন্টাল ইঞ্জিনিয়ারস’ (এস ই ই এন) ও সামজিক গবেষণাধর্মী সংগঠন ‘সোসাইল ল্যাব’। নেপালের সামজিক সংগঠনের পাশাপাশি জাতিসংঘের রাশিয়ার কনসুলেট (রাষ্ট্র-প্রতিনিধির অফিস) এতে সহকারী হিসাবে সহযোগিতা করেন। এছাড়া অন্যান্য সহযোগিতায় ছিল নেপালের কাঠমান্ডু বিশ্ববিদ্যালয়।