চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইঞ্জিনিয়ারিং অনুষদের পেছনের পাহাড় থেকে মনির হোসেন (৭৫) নামের অবসরপ্রাপ্ত এক নিরাপত্তা প্রহরীর লাশ উদ্ধার করা হয়েছে। তিনি পরিবার নিয়ে বিশ্ববিদ্যালয়ের হিল-বোটন কলোনিতে থাকতেন বলে জানা গেছে।
মঙ্গলবার (৭ নভেম্বর) আনুমানিক বিকাল ৪টার দিকে মৃত ব্যক্তির লাশ খুঁজে পাওয়ার পর পুলিশকে জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
চবি প্রক্টর নূরুল আজিম শিকদার বলেন, ‘এক ব্যক্তির লাশ দেখতে পেয়ে আমাদেরকে জানানো হয়। পরে বিষয়টি পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে আসে।’
বিশ্ববিদ্যালয় পুলিশ ফাড়ির ইনচার্জ জানান, ‘মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। থানার প্রক্রিয়া শেষ করে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
সহকারী প্রক্টর নাজেমুল আলম মুরাদ মৃত ব্যক্তির ছেলের বরাদ দিয়ে বলেন, ‘গত ৬ নভেম্বর বিকালে মনির আহমেদ তার নিজ বাড়ি বাঁশখালীতে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে রওনা করে। রাতে তাকে ফোন দেওয়া হলে তিনি ফোন রিসিভ করেননি। পরে মঙ্গলবার বিকালে ইঞ্জিয়ারিং অনুষদের পেছনে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।’
তিনি আরো বলেন, পুলিশ টিম তদন্ত চালাচ্ছে এখনো সন্দেহজনক কোন কিছু পাওয়া যায়নি। তার ছেলেও আমাদের কাছে কারোর বিরুদ্ধে কোন অভিযোগ করেনি।
জানা গেছে, মনির আহমেদ চবির সাবেক নিরাপত্তা কর্মী ছিলেন। তার গ্রামের বাড়ি চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলায়।