spot_imgspot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩
প্রচ্ছদচট্টগ্রামশেখ হাসিনা ক্ষমতায় থাকলেই উন্নয়ন হয়, এটি প্রমাণিত : এমপি নোমান

শেখ হাসিনা ক্ষমতায় থাকলেই উন্নয়ন হয়, এটি প্রমাণিত : এমপি নোমান

বোয়ালখালী প্রতিনিধি
spot_imgspot_imgspot_imgspot_img

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে হবে জানিয়ে চট্টগ্রাম-৮ আসনের সাংসদ নোমান আল আল মাহমুদ বলেছেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সাড়ে ১৪ বছরে বাংলাদেশের ইতিহাসে স্মরণকালের উন্নয়ন করেছেন। এই সময়ে প্রচুর উন্নয়নমূলক কাজ হয়েছে। বারবারই প্রমাণিত হয়েছে শেখ হাসিনা ক্ষমতায় থাকলেই দেশের উন্নয়ন হয়।

মঙ্গলবার (৭ নভেম্বর) বিকেলে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরা ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত পরিষদের উদ্যোগে উপকারভোগী
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নোমান আল আল মাহমুদ বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বাংলাদেশকে আজ বিশ্বের কাছে একটি রোল মডেল হিসেবে উপস্থাপন করেছে। তিনি নারীর ক্ষমতায়ন ও আর্থ সামাজিক উন্নয়নে নিরন্তর কাজ করছেন। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা প্রদান করে গ্রামের অসহায় নারীদের বেঁচে থাকার ব্যবস্থা করেছেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় আনতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান তিনি।

ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মোনাফের সভাপতিত্বে ও নিমূল চন্দ্র দাসের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম রাজা, আওয়ামী লীগ নেতা জমির উদ্দিন, শাকপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনার্দন চৌধুরী রঘু, জি এম বাবর চৌধুরী, ইউপি সদস্য সজল কান্তি চৌধুরী, মৃণাল কান্তি বিশু, মো. ছাদেক হোসেন, রনি চৌধুরী, মোজাম্মেল হক মানিক, শম্ভু চৌধুরী, কফিল উদ্দিন, মনসুর হক, পরিমল দাস, অনুপ দাস, শাহাদাত হোসেন, ভালোবাসা দাস, আছিয়া বেগম ওজেসমিন আক্তার।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ