চট্টগ্রামের কর্ণফুলীতে দু’তলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে মো. জাবেদ (১৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে বড়উঠান ইউনিয়নের শাহমীরপুর এলাকার একটি ২ তলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে যান জাবেদ। মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়, পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ২টা ৩০মিনিটের দিকে জাবেদ মৃত্যুবরণ করেন।
নিহত জাবেদ আনোয়ারা উপজেলার ৮নং চাতরী ইউনিয়নের ইয়াছ মোল্লার বাড়ি এলাকার আবুল হোসেনের ছেলে।
নিহত জাবেদ ভবনটির রং করার কাজে নিয়োজিত শ্রমিক ছিলেন বলে জানা যায়।
স্থানীয় ইউপি সদস্য মো. নাসিম বলেন, তারা কয়েকজন মিলে কিছুদিন আগে মওলানা ছাবের হুজুরের ২তলা বিশিষ্ট ভবনটিতে রঙের করার কাজ নিয়েছিল, প্রতিদিনের মতোই চলতেছিলো কাজ, দুপুর ১২টার দিকে কাজ করতে গিয়ে অসাবধান বশত হঠাৎ সে ভবন থেকে নিচে পড়ে যায় বলে জানতে পেরেছি,পরে মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়,সেখানে তাকে আইসিইউতে ভর্তি করা হয়, পরে বেলা ২টার দিকে সে মারা গেছে বলে জানান চিকিৎসক।
এ বিষয়ে শাহমীরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ অমিতাভ দত্ত বলেন, ছেলেটি ফকিরনীর হাটের আরিফ মিস্ত্রির অধীনে কাজ করছিল তিনদিন ধরে। তারা তিনজনে মিলে ছাবের হুজুরের বিল্ডিংয়ের দ্বিতীয় তলার রঙের কাজ নেয়২০ হাজার টাকা কন্টাক্টে। আজ তৃতীয় দিনে কাজ করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটনা ঘটেছে বলে জানান তিনি।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জহির হোসেন বলেন, ‘নিহতের স্বজনদের অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’এ ঘটনায় নিহতের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’