spot_imgspot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩
প্রচ্ছদচট্টগ্রামশেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের সাথে সুশাসন নিশ্চিত হয়েছে :  এমপি নোমান 

শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের সাথে সুশাসন নিশ্চিত হয়েছে :  এমপি নোমান 

বোয়ালখালী প্রতিনিধি
spot_imgspot_imgspot_imgspot_img

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়ন পরিষদের উদ্যোগে উপকারভোগী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ৯ নভেম্বর ) সকালে ইউনিয়ন পরিষদ মাঠে ইউপি চেয়ারম্যান মো: বেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য নোমান আল মাহমুদ।

নোমান আল মাহমুদ বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের সাথে সুশাসন নিশ্চিত হয়েছে। ২০৪১ সাল নাগাদ উন্নত, আধুনিক, প্রযুক্তি নির্ভর মেধাভিত্তিক অর্থনীতির সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য অর্জনের কার্যক্রমে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা মেধা, সততা আর সাহসিকতা দিয়ে শ্রম নির্ভর অর্থনীতির পরিবর্তে আধুনিক প্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছেন। দেশের অসহায় মানুষের জন্য বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ বিপুল সংখ্যক জনগোষ্ঠীকে সামাজিক সুরক্ষা প্রদান করছেন। দেশে কোনো পরিবার আর গৃহহীন থাকবে না।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা গত তিন মেয়াদে যে অভূতপূর্ব উন্নয়ন করেছেন, তা নজিরবিহীন। তার হাত ধরেই বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে এক বিস্ময় বিশ্ববাসীর কাছে। তাই আগামীতেও জননেত্রী শেখ হাসিনাকে পঞ্চমবারের মতো রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে।
আরিফুল হাসান রুবেলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম রাজা, ভাইস-চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম, আওয়ামী লীগ নেতা রেজাউল করিম বাবুল, শফিকুল আলম, আবুল মোকারম, সাইফুল ইসলাম, আবুল মনসুর সিকদার, দেলোয়ার হোসেন হাসান, দিদারুল আলম, নয়ন উদ্দিন রিকন, তৌহিদুল আলম ও মোহাম্মদ শেখ জাহেদ। এসময় ইউনিয়ন পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ