spot_imgspot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩
প্রচ্ছদচট্টগ্রামবিএনপি-জামায়াতের ২৩ নেতার বিরুদ্ধে ছাত্রলীগ নেতার মামলা

বিএনপি-জামায়াতের ২৩ নেতার বিরুদ্ধে ছাত্রলীগ নেতার মামলা

মিরসরাই প্রতিনিধি
spot_imgspot_imgspot_imgspot_img

চট্টগ্রামের মিরসরাইয়ে উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাসুদ করিম রানা বাদি হয়ে বিএনপি-জামায়াতের ২৩ নেতার নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৫০-৬০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় উপজেলা বিএনপির আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরীকে প্রধান আসামী করা হয়েছে।

বুধবার (৮ নভেম্বর) বিকেলে বিস্ফোরক আইনে মামলাটি দায়ের করা হয়। মামলায় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন, সদস্য সালাহ উদ্দিন সেলিম, মিরসরাই থানা জামায়াতের সেক্রেটারি আনোয়ারুল্লাহ আল মামুন, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সরোয়ার উদ্দিন সেলিম, উত্তর জেলা ছাত্রদল সভাপতি জাহিদুল আফছার জুয়েল, উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি আলা উদ্দিন যুগ্ম সম্পাদক শওকত আকবর সোহাগ সহ ২৩ জনকে আসামী করা হয়।

এ বিষয়ে মামলার বাদি উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাসুদ করিম রানা বলেন, মহাসড়কে নাশকতা কর্মকান্ড করায় বিএনপির ২৩ জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করেছি।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া পোলমোগরা এলাকায় গাড়ি ভাংচুর করে ও বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতংক সৃষ্টি করে। এ ঘটনায় উপজেলার ছাত্রলীগের আহবায়ক মাসুদ করিম রানা বাদি হয়ে বিএনপি-জামায়াতের ২৩জনের নাম উল্লেখ করে আরো ৫০-৬০জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে। তিনি আরো বলেন, মামলায় এজাহারনামীয় ১৭ নম্বর আসামীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ