spot_imgspot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩
প্রচ্ছদচট্টগ্রামবঙ্গবন্ধু টানেলে রেসের ঘটনায় ৫ প্রাইভেটকার জব্দ, গ্রেপ্তার ২

বঙ্গবন্ধু টানেলে রেসের ঘটনায় ৫ প্রাইভেটকার জব্দ, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক
spot_imgspot_imgspot_imgspot_img

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে কার নিয়ে ভীতিকর রেসে মেতে ওঠা দুই চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরের পর নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে রেসে অংশ নেওয়া পাঁচটি প্রাইভেট কার জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, নগরের কোতোয়ালি থানার আলকরণ রোডের বাসিন্দা আনসারুল হকের ছেলে মো. আশারাফুল হক (৩৫) ও বাকলিয়া থানার তুলাতলী এলাকার হাজী সোলায়মান সওদাগরের ছেলে মো. এমরান উদ্দিন (২৪)।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির হোসেন বলেন, টানেলে রেসের ঘটনায় দুজনকে গ্রেপ্তার এবং পাঁচটি গাড়ি জব্দ করা হয়েছে। এই মামলার এজাহারে থাকা পাঁচ আসামি ইতোমধ্যে আদালত থেকে জামিন নিয়েছেন।

ভিডিওতে দেখা যায়, টানেলের ভেতরে কয়েকটি গাড়ি রেসে অংশ নেয়। এসময় একটি গাড়ি আরেকটিকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করে। কার রেস ছাড়াও ওইদিন (২৯ অক্টোবর) রাত ৩টার দিকে একটি প্রাডো গাড়ি টানেলের আনোয়ারা প্রান্তে ইউভিএসএস (আন্ডারভেহিকেল স্ক্যানিং সিস্টেম) দিয়ে চেক করার ব্যারিয়ারে ধাক্কা দেয়। এতে ব্যারিয়ার ও প্রাডো গাড়ির সামান্য ক্ষতি হয়। এ ঘটনায় টানেল কর্তৃপক্ষ গাড়িটি জব্দ করে। পরবর্তী সময়ে ১০ হাজার টাকা জরিমানা করে গাড়িটি ছেড়ে দেয় কর্তৃপক্ষ। সবশেষ গত ৩ নভেম্বর টানেলে বাসের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষ হয়।

 

আরও পড়ুন

spot_img

সর্বশেষ