spot_imgspot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩
প্রচ্ছদচট্টগ্রামসমাজসেবক ফনিন্দ্র লাল শীলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

সমাজসেবক ফনিন্দ্র লাল শীলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

spot_imgspot_imgspot_imgspot_img

চট্টগ্রাম : বোয়ালখালী উপজেলার চরনদ্বীপ শীল পাড়া নিবাসী বিশিষ্ট সমাজসেবক ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শতবর্ষী ফনিন্দ্র লাল শীলের প্রথম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

এ উপলক্ষে শুক্রবান (১০ নভেম্বর) গ্রামের বাড়ি চরণদ্বীপে প্রয়াত ফনিন্দ্র লাল শীলের প্রথম মৃত্যুবার্ষিকীর সপিন্ডীকরণ ও মাঙ্গলিক অনুষ্ঠানসহ মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়েছে।

প্রয়াত শতবর্ষী ফনিন্দ্র লাল শীল চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সিনিয়র সদস্য প্রদীপ কুমার শীল, সদস্য রনজিত কুমার শীল, জামালখানের ব্যবসায়ী অজিত কুমার শীল, শিক্ষিকা মঞ্জু রানী শীল, প্রবাসী সাংবাদিক ও ব্যবসায়ী সনজিত কুমার শীল, প্রবাসী ব্যবসায়ী প্রসনজিত কুমার শীল ও আমেরিকা প্রবাসী পম্পী রানী শীলের গর্বিত পিতা।

উল্লেখ্য, গত বছরের ২১ অক্টোবর শুক্রবার সন্ধ্যা ৭টায় তিনি পরলোকগমণ করেন।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ