চট্টগ্রামের মিরসরাই উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যানসহ দুই বিএনপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ( ৯ নভেম্বর) রাতে চট্টগ্রাম শহরের বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলা বিএনপির সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মাঈন উদ্দিন মাহমুদ প্রঃ মঈন উদ্দিন(৫২) ও মিরসরাই সদর ইউনিয়ন বিএনপির আহবায়ক নাছির উদ্দিন(৫১)।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. কবির হোসেন বলেন, কয়েকটি নাশকতা মামলার আসামী মাঈন উদ্দিন মাহমুদ ও নাছির উদ্দিনকে বৃহস্পতবার রাতে চট্টগ্রাম শহর থেকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার ( ১০ নভেম্বর) দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।