spot_imgspot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩
প্রচ্ছদপার্বত্য অঞ্চলকাশ্মীরে বেড়াতে গিয়ে রাঙামাটি গণপূর্তের নির্বাহী প্রকৌশলীসহ নিহত-৩

কাশ্মীরে বেড়াতে গিয়ে রাঙামাটি গণপূর্তের নির্বাহী প্রকৌশলীসহ নিহত-৩

রাঙামাটি প্রতিনিধি
spot_imgspot_imgspot_imgspot_img

ভারতের কাশ্মীরের পর্যটন স্পট ডাল লেকের হাউজবোটে ভয়াবহ অগ্নিকান্ডে নির্মমভাবে নিহত তিন বাংলাদেশী পর্যটকের মধ্যে রাঙামাটি গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অনিন্দ্য কৌশল রয়েছেন বলে জানা গেছে। এই ঘটনায় নিহত অপর দুজনও অনিন্দ্য কৌশলের সফরসঙ্গী বলে জানা গেছে। তারা হলেন, চট্টগ্রাম গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী ইমন দাশ ও ঠিকাদার মোহাম্মদ মাইনুদ্দিন চট্টগ্রামের বাসিন্দা। রাঙামাটি গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী লেলিন চাকমা এই বিষয়টি প্রতিবেদককে নিশ্চিত করেছেন।

ভারতের অনলাইন গণমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া ডটকম এ প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, শ্রীনগর পুলিশ নিহত তিনজনের পরিচয় নিশ্চিত করে জানিয়েছে, লেকের ৯ নম্বর ঘাটে ‘সাফিনা’ নামে একটি হাউজবোটে অবস্থান করছিলেন নিহত এই ৩ জন সহ মোট ৮ জন পর্যটক। পুলিশ জানিয়েছে,নিহতদের সাথে থাকা কাগজপত্র ও হাউজবোটে নিবন্ধিত ডকুমন্ট থেকে তাদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। আগুনের কারণে ৫ টি হাউজবোট, আশেপাশের সাতটি বসত ক্ষতিগ্রস্থ হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

গণপূর্ত বিভাগ সূত্রে জানা গেছে চলতি মাসের ৩ নভেম্বর ভারতের গেছেন। শারীরিক চেকআপসহ আজমীর শরীফ হয়ে পরবর্তীতে তিনি কাশ্মীর গেছেন বলে তার অফিস সূূত্র জানিয়েছে।

অত্যন্ত প্রাণবন্ত ব্যক্তিত্ব হিসেবে পরিচিত গণপূর্তের নির্বাহী প্রকৌশলী অনিন্দ্য কৌশলের গ্রামের বাড়ি চট্টগ্রামের মিরসরাইয়ে। তিনি ৩০তম বিসিএস এর এই কর্মকর্তা এবং ব্যক্তি জীবনে বিবাহিত ও দুই সন্তানের(এক ছেলে ও এক মেয়ে) জনক বলে জানা গেছে।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ