spot_imgspot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩
প্রচ্ছদশিক্ষাজবি উপাচার্যের মৃত্যুতে কুবি উপাচার্যের শোক প্রকাশ

জবি উপাচার্যের মৃত্যুতে কুবি উপাচার্যের শোক প্রকাশ

কুবি প্রতিনিধি
spot_imgspot_imgspot_imgspot_img

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন। শনিবার (১১ অক্টোবর) জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ এমদাদুল হক সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

শোক বার্তায় উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আবদুল মঈন বলেন, অধ্যাপক ড. মো. ইমদাদুল হকে মৃত্যুতে জাতি একজন বিশিষ্ট শিক্ষক ও অভিভাবককে হারালো। এ গবেষকের মৃত্যু দেশ, জাতি শিক্ষা পরিবারের জন্য এক অপূরণীয় ক্ষতি। আমি মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহপাক তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।

শনিবার (১১ নভেম্বর) ভোর রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর।

উল্লেখ্য, ২০২১ সালের ১ জুন অধ্যাপক ড. মো. ইমদাদুল হক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ পান।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ