spot_imgspot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩
প্রচ্ছদচট্টগ্রামফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু, আহত ২

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু, আহত ২

ফটিকছড়ি প্রতিনিধি
spot_imgspot_imgspot_imgspot_img

ফটিকছড়ির সুয়াবিলে সড়ক দুর্ঘটনায় সুয়াবিল ইসলামীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী আয়নুর তাসফি তোয়া (৮) নামের এক ছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় মায়শা সিদ্দিকা ও মেঘা রানী দেবীসহ ২জন আহত হয়েছেন।

সোমবার (১৩ নভেম্বর) সকাল ৯ টায় নাজিরহাট পৌরসভার সুয়াবিল (বেতুয়ারকুল সড়ক) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা তাদের উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তোয়াকে মৃত ঘোষণা করেন।

নিহত আয়নুর তাসফি তোয়া নাজিহাট পৌরসভার ৩নং ওয়ার্ডের হাফেজ জাহেদুল ইসলামের একমাত্র কন্যা।

আহতরা হলেন— একই ওয়ার্ডের প্রবাসী জিয়াউদ্দিন বাবলুর কন্যা মায়শা সিদ্দিকা এবং সুমন নাথের কন্যা মেঘা রানী দেবী।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আরেফিন আজিম বলেন, হাসপাতালে নিয়ে আসা ৩য় শ্রেণীর ছাত্রী তোয়া’র মাথার একাংশ ফেটে গেছে। বাকি তিনজন গুরুতর আহত হন। গুরুতর আহত মায়শা সিদ্দিকা ও মেঘা রাণী দেবীকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ