চট্টগ্রামের সীতাকুণ্ডে যাত্রীবাহী লেগুনা খাদে পড়ে ছোট দারোগারহাট তাহের মঞ্জুর কলেজের ১২ ছাত্রী আহত হয়েছে। তাদের মধ্যে গুরুতর আহত চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার (১৩ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার শেখপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুদ্দীন রাশেদ বলেন, আহত ১২ ছাত্রীকে চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে চারজনকে উন্নত চিকিৎসার জন্য চমেকে পাঠানো হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছেন।