spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
শুক্রবার, ২ জুন ২০২৩
প্রচ্ছদবৃহত্তর চট্টগ্রামপেকুয়ায় ‘বালতির পানিতে’ ডুবে শিশুর করুণ মৃত্যু

পেকুয়ায় ‘বালতির পানিতে’ ডুবে শিশুর করুণ মৃত্যু

spot_img

পেকুয়া প্রতিনিধি »

কক্সবাজারের পেকুয়ার বালতির পানিতে ডুবে দেলোয়ার মোহাম্মদ নবাব নামে ২ বছরের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। রোববার সকালে উপজেলার সদর ইউনিয়নের পূর্বগোঁখালী এলাকায় মর্মান্তিক এই ঘটনাটি ঘটে।

সকালে নবাবের মা ব্যস্ত ছিল রান্না ঘরে। আর শিশু নবাবের বাবা ছিল প্রতিদিনের ন্যায় পেকুয়া বাজারে অবস্থিত নিজ ব্যবসা প্রতিষ্টানে। মা-বাবার আদরের নবাব খেলতে খেলতে চলে আসে উঠানে থাকা বালতির পাশে। খেলার এক পর‌্যায়ে বালতির পানিতে ডুবে যায় নবাব। তখনি বাঁচার আঁকুতি নিয়ে স্বজোরে কান্না করছে। ছেলে আত্মচিৎকারে দৌড়ে আসে নবাবের মা। দেখতে পায় বালতির ভিতরে পা দুটো উপরে মাথা নিচে করে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আদরের ছেলে নবাব।

মায়ের কান্নায় প্রতিবেশী ও স্বজনরা এগিয়ে এসে নবাবের মুমূর্ষ দেহ উদ্ধার করে হাসপালে নিয়ে যায়। সকাল ৮.৪৫ মিনিটের সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

নবাব সাংবাদিক শাখাওয়াত হোসেন সুজনের কনিষ্ট পুত্র। সুজন দৈনিক ভোরের কাগজ ও কক্সবাজারের স্থানীয় পত্রিকা রূপসীগ্রামের পেকুয়া প্রতিনিধি। সে পেকুয়া উপজেলা প্রেসক্লাবের সদস্য। পরিবারের সবার ছোট নবাব, সুজনের আরও দুটি কন্যা সন্তান রয়েছে।

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন

spot_img

সর্বশেষ