চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড এলাকায় ফাতেমা বেগম (২৫) নামে এক গৃহবধু গলায় ওড়না পেঁচিয়ে আত্বহত্যা করেছে। সোমবার (১৩ নভেম্বর) দুপুর দেড়টার দিকে বাড়বকুণ্ড ইউনিয়নের মান্দারিটোলা গ্রামে এ ঘটনা ঘটে।
ফাতেমা বেগম ওই এলাকার রাজমিস্ত্রি রবিউল হোসেন’র স্ত্রী বলে জানা গেছে।
নিহতের স্বামী রবিউল হোসেন বলেন, আমাদের বিয়ে হয়েছে আট মাস হলো। বিয়ের কিছুদিন যাওয়ার পর ফাতেমার কর্মকাণ্ডে বুঝতে পারি সে মানসিকভাবে অসুস্থ। বিয়ের সময় রোগের কথা তারা গোপন রেখেছিলেন। এই বিষয়ে গত দুমাস আগে আমার শ্বশুর বাড়ি এলাকায় সালিশি বৈঠক হয়েছিল। বৈঠকে আমি ফাতেমার সঙ্গে সংসার করতে অস্বীকৃতি জানালে তারা আরো কিছুদিন অপেক্ষা করতে বলেন। সেই সঙ্গে তার চিকিৎসা করাতে বলেন। আজ দেড়মাস যাবত তার চিকিৎসা চলছে।
এই বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার এসআই খুরশিদ আলম বলেন, আত্মহত্যার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি ভেতর থেকে দরজা লাগানো। দরজা কেটে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেকে পাঠিয়েছি। প্রাথমিকভাবে মনে হয়েছে আত্মহত্যা বাকিটা ময়নাতদন্তের রিপোর্ট আসার পর বলা যাবে।