‘আমিও চেয়েছিলাম সুন্দরভাবে বাঁচতে, কিন্তু আপনারা দেননি আমাকে বাঁচতে। একটাই অনুরোধ, আমার লাশ যেন আমার বাড়িতে পৌঁছে দেয়া হয়, আর আমার দাফন যেন আমার নিজের বাড়িতে হয়। নইলে আমি মরেও শান্তি পাব না।’
চট্টগ্রামের মিরসরাইয়ে বিয়ের চার মাসের মাথায় এমন নোট লেখে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন জেনিফা আক্তার রিয়া (৩০) নামে এক গৃহবধূ।
মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে উপজেলা সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আমানটোলা এলাকায় এ ঘটনা ঘটে। গৃহবধূ রিয়া ওই এলাকার আবু হাসনাত সবুজের স্ত্রী।
মিরসরাই সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আলমগীর হোসেন বলেন, প্রায় চার মাস আগে আমার ওয়ার্ডের আবু হাসনাত সবুজের সঙ্গে হাইতকান্দি ইউনিয়নের মোহাম্মদ জালাল উদ্দিনের মেয়ে জেনিফা আক্তার আকদ হয়। সেপ্টেম্বরের শুরুতেই পারিবারিকভাবে অনুষ্ঠান করে স্বামীর বাড়িতে আনা হয় তাকে। সর্বশেষ এক সপ্তাহ আগে জেনিফা তার বাবার বাড়িতে বেড়াতে যায়।
ইউপি সদস্য আরও বলেন, সোমবার বিকালে তার বাবা মেয়েকে স্বামীর বাড়িতে দিয়ে যায়। রাতে ঘরের সবাই রাতের খাবার খেয়ে যে যার মতো ঘুমাতে যান। মঙ্গলবার সকালে পুত্রবধূকে নাশতা করার জন্য ডাকাডাকি করলেও কোনো সাড়া মেলে না। পরবর্তীতে মেয়ের বাবা-মাকে খবর দিলে তারা এসে রুমের দরজা ভেঙে ভেতরে গিয়ে দেখে জেনিফার সিলিং ফ্যানের সঙ্গে গলার ওড়না প্যাঁচিয়ে ঝুলে আছে। পরবর্তীতে থানা পুলিশকে খবর দিলে তারা এসে ঝুলন্ত অবস্থা তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
মিরসরাই থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল বাতেন বলেন, মঙ্গলবার দুপুরে ঝুলন্ত অবস্থায় জেনিফা আক্তার রিয়ার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার দিবাগত শেষ রাতের দিকে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।