বান্দরবানের দুর্গম এলাকার পাহাড়ি ও দরিদ্র অসহায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছেন সেনাবাহিনী। বুধবার (১৫ নভেম্বর) সকালে সদর উপজেলা সুয়ালক উচ্চ বিদ্যালয়ে মাঠ প্রাঙ্গণে প্রধান অতিথি থেকে এসব সামগ্রী তুলে দেন সেনাজোনের ক্যাপ্টেন খায়রুল কবির।
এসময় মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর অধ্যায়নরত ৪২৫ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী তুলে দেন প্রধান অতিথি। এছাড়াও সদর জোনের অধীনে থাকা ২২টি নিম্ন ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলোতে এই শিক্ষা সামগ্রী বিতরণের কার্যক্রম অব্যাহত রয়েছে।
বক্তব্যে ক্যাপ্টেন খায়রুল কবির বলেন, বান্দরবানের প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে দিতে এই উদ্যেগ নেওয়া হয়েছে। তাছাড়া দুর্গম অঞ্চলের স্কুল-কলেজের ছাত্র ছাত্রীদের শিক্ষার্জনে আরো বেশি আগ্রহী করার লক্ষ্যে সেনা জোনের এই শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে।
উল্লেখ্য যে, শিক্ষা সহায়ক সামগ্রী ছাড়াও ইতোপূর্বে বান্দরবান সেনা রিজিয়ন ও জোনের তত্ত্বাবধানে ৫৫০ জন গরিব ও দুস্থ শিক্ষার্থীদের মাঝে একাদশ শ্রেণীর নতুন বই বিনামূল্যে বিতরণ করা হয়।