spot_imgspot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩
প্রচ্ছদঅন্যান্যবিদ্যুতের খুঁটি থেকে ছিঁটকে পড়ে মেরামত সহকারীর মৃত্যু

কাজের সময় ছিলোনা সেইফটি সরঞ্জাম

বিদ্যুতের খুঁটি থেকে ছিঁটকে পড়ে মেরামত সহকারীর মৃত্যু

রাঙামাটি প্রতিনিধি
spot_imgspot_imgspot_imgspot_img

রাঙামাটি শহরে বিদ্যুতিক খুঁটিতে উঠে মেরামত কাজ করার সময় ছিঁটকে পড়ে আইয়ুব হেলাল নামের মেরামত সহকারীর মৃত্যু হয়েছে। বুধবার (১৫ নভেম্বর) সকাল আটটায় রাঙামাটি শহরের চম্পকনগর এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

নিহত আইয়ুব হেলাল বিদ্যুৎ বিভাগের মেরামত সহকারী হিসেবে কর্মরত ছিলো বলে নিশ্চিত করেছের রাঙামাটি বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ জালাল উদ্দিন।

স্থানীয় সূত্র জানায়, ভোর থেকে চম্পকনগর এলাকায় বিদ্যুৎ ছিল না। সকাল ৮টার দিকে বিদ্যুৎ বিতরণ থেকে একটি টিম ট্রান্সফর্মারে কাজ করে বিদ্যুৎ সরবরাহ লাইন স্বাভাবিক করতে আসে। তখন লাইনটি ঠিক করতে হেলাল উদ্দিন বৈদ্যুতিক খুঁটিতে উঠেন। তার কিছুক্ষণের মধ্যেই সেখান থেকে তিনি পড়ে যান এবং অতিরিক্ত রক্তক্ষরণ হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাঙামাটি জেনারেল হাসপাতালের আরএমও ডাঃ শওকত আকবর জানিয়েছেন, সকালে বিদুৎ বিভাগের এক কর্মচারীকে নিস্তেজ অবস্থায় জরুরী বিভাগে আনা হয়। ঐ ব্যক্তির শরীরে প্রাণের স্পন্দন না থাকায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাঙামাটি বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ জালাল উদ্দিন বলেন, ট্রান্সফরমারের উপর দাঁড়িয়ে কাজ করার সময় হয়তো সে ব্যালেন্স রাখতে না পেরে নিচে পড়ে গেছে। তিনি দাবি করেন, মেরামত কাজের সময় বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণরূপে বন্ধ ছিলো। এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলেও জানিয়েছেন তিনি।

এদিকে নিহতের স্বজনরা অভিযোগের আঙুল তুলেন সংশ্লিষ্টদের দিকে। নিহতের ভাই বেলাল বলেন, তার ভাইয়ের মৃত্যুতে সংশ্লিষ্টদের অবহেলা ছিলো। ছোট ভাইয়ের এই মৃত্যুতে তার দুইটি ছোট ছোট কন্যা সন্তান নিয়ে পরিবারটির আর কোনো অবলম্বন রইলো না। তাই নিহতের পরিবারকে বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় ক্ষতিপূরণ প্রদানের দাবিও জানিয়েছেন তিনি।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ