বাংলাদেশ আওয়ামী যুবলীগ চট্টগ্রাম মহানগরের সহ-সভাপতি যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর নেতৃত্বে অবরোধ বিরোধী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ নভেম্বর) সকাল ১১ টায় নিমতলা বিমান চত্বর থেকে বিএনপি জামায়েত সহ অন্যান্য সমমনা সংগঠন সমূহের সারা দেশে অবৈধ হরতাল, অবরোধ, নৈরাজ্য অগ্নিসংযোগ ও কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ফকির হাট বারিক বিল্ডিং মোড় হয়ে ঘুরে পুনরায় নিমতলা বিশ্বরোড প্রদক্ষিন করে কাস্টম মোড়ে এসে এক সমাবেশে মিলিত হয়।
পতেঙ্গা থানা আওয়ামী লীগের দফতর সম্পাদক সেকান্দর আজমের সভাপতিত্বে ও বন্দর সিবিএর সাধারণ সম্পাদক নায়েবুল ইসলাম ফটিকের পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন যুবলীগ নেতা সুফিউর রহমান টিপু, ইমতিয়াজ বাবলা,সালাউদ্দিন বাবর, শহীদুল্লাহ শহীদ, ফরহাদ দিদার উদ্দিন, নেছার বিন ফয়সাল রিমন, জাহাঙ্গীর সৈয়দ, কাজী মোঃ আরিফ, সোহেল রানা, মোঃ সাজিবুল ইসলাম সজিব, মোঃ মিজান, জহির রায়হান, বেলাল উদ্দিন, শাহজাহান বাপ্পি, তানবীর বিন হাসান, মোঃ হানিফ, আবু নাছের জুয়েল, মাহামুদুর রহমান বাপ্পী, মোঃ এরশাদ, মোঃ মনির, মোঃ আলাউদ্দিন,মোঃ সগীরসহ প্রমুখ।