spot_imgspot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩
প্রচ্ছদচট্টগ্রামকক্সবাজারবাড়ি ফেরা হলো না মোটরসাইকেল আরোহী দোকানী রিদুয়ানের

বাড়ি ফেরা হলো না মোটরসাইকেল আরোহী দোকানী রিদুয়ানের

কক্সবাজার প্রতিনিধি
spot_imgspot_imgspot_imgspot_img

কক্সবাজারের উখিয়ায় সিএনজির ধাক্কায় নিহত হয়েছেন রিদুয়ান নামের এক মোটরসাইকেল আরোহী। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের মরিচ্যা বড়বিল এলাকায় সিএনজি অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. রিদুয়ান (২৫) ওই এলাকার নাজির হোসেনের ছেলে। মরিচ্যা বাজারে তার একটি সাউন্ড সিস্টেমের দোকান রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে দোকান থেকে মোটরসাইকেলে চালিয়ে বাড়ি যাচ্ছিল রিদুয়ান। এ সময় ঘটনাস্থলে একটি ইজিবাইককে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক দিয়ে আসা দ্রতগামী সিএনজির সাথে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে গাড়ি থেকে ছিটকে পড়ে তিনি মাথায় আঘাত পেয়ে প্রচুর রক্তক্ষরণ হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটবাজার অরিজিন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

উখিয়া থানার নবাগত (ওসি) মো. শামীম হোসেন বলেন, মরিচ্যা বড়বিলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত হওয়ার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ