spot_imgspot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩
প্রচ্ছদচট্টগ্রামসাতকানিয়া-লোহাগাড়ায় নৌকার মনোনয়ন প্রত্যাশী মোতালেবের শোডাউন

সাতকানিয়া-লোহাগাড়ায় নৌকার মনোনয়ন প্রত্যাশী মোতালেবের শোডাউন

সাতকানিয়া প্রতিনিধি
spot_imgspot_imgspot_imgspot_img

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বাচন উপলক্ষে চট্টগ্রাম-১৫ আসনের (সাতকানিয়ায়-লোহাগাড়া)
আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বনফুল কিষোয়ান গ্রুপের চেয়ারম্যান এমএ মোতালেব ৬ শতাধিক গাড়ি বহর নিয়ে নির্বাচনী এলাকায় শোডাউন করেছে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে কেরানিহাট সি-ওয়ার্ল্ড থেকেশোডাউন শুরু হয়। শোডাউনটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক হয়ে লোহাগাড়ার চুনতি, বড়হাতিয়া ও সাতকানিয়ার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দুপুরে কেরানিহাট সি-ওয়ার্ল্ডে এসে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য আ ম ম মিনহাজুর রহমান, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন হিরু, সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের, এওচিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ আবু ছালেহ, কাঞ্চনা ইউপি চেয়ারম্যান রমজান আলী, সাতকানিয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাতকানিয়া উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান আঞ্জুমান আরা বেগম, সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলী।
আগামি নির্বাচনে এই আসন থেকে এমএ মোতালেবকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়ার দাবিতে ওই শোডাউন করা হয়।

শোডাউনকালে নেতা কর্মীরা বিভিন্ন হাট, বাজার, রাস্তার মোড়, গুরুত্বপূর্ণ স্থানে সরকারের উন্নয়ন কর্মকান্ডের বিষয়ে জনগণের সামনে তুলে ধরে
পথ সভা করা হয়।

এসময় শোডাউন কারীরা এমএ মোতালেবকে মনোনয়ন দেওয়ার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ