চট্টগ্রাম : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করায় চট্টগ্রাম নগরীতে আনন্দ মিছিল করেছে ছাত্রলীগের নেতা-কর্মীরা। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বেলা ১টার দিকে নগরীতে আনন্দ মিছিল ও সমাবেশ করে ছাত্রলীগ।
আনন্দ মিছিলটি ডিসি হিল থেকে শুরু হয়ে চট্টগ্রাম প্রেসক্লাব প্রদক্ষিণ করে চিরাগী পাহাড়ের পাদদেশে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি মনিরুল ইসলামের সভাপতিত্বে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতা মো. রিওয়ানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. দেলোয়ার, জামালখান ওয়ার্ড আওয়ামী লীগ নেতা হায়দার আলী, মো. ইয়াকুব, স্বেচ্ছাসেবক লীগ নেতা নুর ইসলাম, ইনু, জামালখান ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি জুবায়ের আলম আশিক, সায়েম হোসেন, কোতোয়ালী থানা ছাত্রলীগের গণযোগাযোগ উন্নয়ন বিষয়ক সম্পাদক ইয়াসির আরফাত রিকু, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের উপ-মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক তানভির, উপ গণযোগাযোগ সম্পাদক সুলভ বড়ুয়া, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সহ-সম্পাদক ইয়াসির, সদস্য মীর রাইহান, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা সম্রাট চৌধুরী।
আনন্দ মিছিম পরবর্তী সমাবেশে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি মনিরুল ইসলাম বলেন, ‘বাংলাদেশের সাংবিধান অনুযায়ী তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন, সেই অনুযায়ী নির্বাচন হবে। শেখ হাসিনার হাত ধরে দেশ এগিয়ে যাচ্ছে, আমরা তরুণ প্রজন্ম আগামী ৭ জানুয়ারি নৌকা মার্কায় ভোট দিয়ে আবারো শেখ হাসিনাকে ক্ষমতায় আনবো। নির্বাচন নিয়ে ষড়যন্ত্রকারী যেকোন অপশক্তিকে রুখে দিতে মাননীয় শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ভাইয়ের নির্দেশে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা জননেতা হেলাল আকবর চৌধুরী বাবর ভাইয়ের নেতৃত্বে আমরা মাঠে থাকবো।’
এসময় উপস্থিত ছিলেন মো. রুমেল, রিপন, করিম, মো. মারুফ, আজিজ বাবু, হাসবি, সুলতান, বেলাল, আরাফাত, কাইয়ুম, রিফাত, সাইওন দাস, জামশেদ, জীবন, রুবেল, কামরুল, আরিফ আজিজ, মুবিন, হৃদয়সহ ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মী।