চবি প্রতিনিধি »
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সান্ধ্যকালীন এমবিএ কোর্সের শিক্ষার্থীদের নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা-১৯ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ জুন) বিকালে চবির ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপাচার্যের রুটিন দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক ড. শিরীণ আখতার।
প্রধান অতিথির বক্তব্যে তিনি নবীন শিক্ষার্থীদের স্বাগত ও বিদায়ীদের অভিনন্দন জানিয়ে বলেন, জ্ঞান সৃজন ও জ্ঞান উৎপাদনের মাধ্যমে দেশে দক্ষ মানবসম্পদ তৈরী বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য ও উদ্দেশ্য। দেশের অন্যতম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষকবৃন্দও অবিরাম জ্ঞান সৃজন ও উৎপাদনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়েকে সমৃদ্ধ করে চলেছেন। পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে সেই জ্ঞান বিতরণ করে দেশে দক্ষ ও যোগ্য মানবসম্পদ উৎপাদনে ভূমিকা রাখছেন।
এসময় তিনি এমবিএ প্রোগ্রামে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের শিক্ষক-গবেষকবৃন্দের সান্নিধ্যে থেকে পঠন-পাঠনে মনোযোগী হয়ে নিজেদের দক্ষতাবৃদ্ধির পাশাপাশি দেশপ্রেমিক সৎ নাগরিক হয়ে স্ব স্ব অবস্থান থেকে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার আহ্বান জানান। পরে তিনি বিদায়ী শিক্ষার্থীদের সার্বিক সফলতা কামনা করেন।
চবির ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. এ এফ এম আওরঙ্গজেব-এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন চবি একাউন্টিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. আহমদ সালাউদ্দিন, ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. সাহিদুর রহমান, ফাইন্যান্স বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, মার্কেটিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ জাভেদ হোসেন এবং ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের সভাপতি অধ্যাপক ড. সুলতান আহমেদ।
অনুষ্ঠানে রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন ব্রিটিশ কাউন্সিলের সাবেক ডাইরেক্টর ড. মার্ক বার্থোলোমেউ। এছাড়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সেন্টার ফর বিজনেস এডমিনিস্ট্রেশন-এর পরিচালক অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম। চবি ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. ফিরোজা আক্তার খানম-এর পরিচালনায় অনুষ্ঠিত বরণ-বিদায় অনুষ্ঠানে নবীন ও বিদায়ীদের পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন মো. শাকাওয়াত হোসেন ও উম্মে হালিমা। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক, প্রক্টর, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বাংলাধারা/এফএস/এমআর/বি