spot_imgspot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩
প্রচ্ছদচট্টগ্রামচট্টগ্রাম-৯ আসনে মনোনয়নপত্র জমা দিলেন মহিবুল হাসান নওফেল

চট্টগ্রাম-৯ আসনে মনোনয়নপত্র জমা দিলেন মহিবুল হাসান নওফেল

নিজস্ব প্রতিবেদক
spot_imgspot_imgspot_imgspot_img

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া-চকবাজার) আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনে জমা দিয়েছেন এ আসনের বর্তমান সংসদ সদস্য, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

সোমবার (২০ নভেম্বর) দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ের দলীয় কার্যালয়ে থেকে মনোনয়ন ফরম সংগ্রহের পর সেটি পূরণ করে জমা দেন তিনি। এসময় সেখানে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও চসিকের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।

মনোনয়নের বিষয়ে মহিবুল হাসান নওফেল বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে চট্টগ্রাম-৯ আসনে মনোনয়ন দিয়েছেন। সংসদ সদস্য হয়ে আমি আমার নির্বাচনী এলাকায় ব্যাপক উন্নয়ন করেছি। প্রধানমন্ত্রী আমাকে শিক্ষা উপমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন। আমি আমার দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করেছি। মানসম্মত শিক্ষা বাস্তবায়নে আমি দিনরাত পরিশ্রম করেছি।

তিনি আরও বলেন, আমার বাবা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বস্ত সৈনক ছিলেন। দলের জন্য আজীবন ছিলেন নিবেদিত প্রাণ। টানা তিনবার চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র হয়ে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করেছেন। আমিও এমপি হয়েছি। জনগণের সেবা করেছি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৯ আসনের জন্য আমি এবারও মনোনয়নপত্র কিনে জমা দিয়েছি। আমার বিশ্বাস প্রধানমন্ত্রী আমাকে দলীয় মনোনয়ন প্রদান করবেন।

 

আরও পড়ুন

spot_img

সর্বশেষ