spot_imgspot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩
প্রচ্ছদবিনোদনআবারও বিয়ে করলেন বিতর্কিত গায়ক নোবেল

আবারও বিয়ে করলেন বিতর্কিত গায়ক নোবেল

বিনোদন ডেস্ক
spot_imgspot_imgspot_imgspot_img

আবারও বিয়ে করেছেন বিতর্কিত কণ্ঠশিল্পী মইনুল আহসান নোবেল। রোববার (১৯ নভেম্বর) ফারজান আরশী নামের এক তরুণীর সঙ্গে একটি ঘনিষ্ঠ ছবি প্রকাশ করে বিয়ের খবর দিয়েছেন গায়ক নিজেই।

এর আগেও আরশীর সঙ্গে একাধিক ছবি প্রকাশ করেছেন নোবেল। ফারজান আরশী খুলনার একজন ব্লগার। তার স্বামীও ছিলেন একজন ফুড ব্লগার। তবে এবার এই আরশীকেই বিয়ে করলেন নোবেল। তবে আরশী আগের স্বামীকে ডিভোর্সের পর নোবেলকে বিয়ে করেছেন কিনা তা জানা যায়নি।

এছাড়া কবে কোথায় বিয়ে করেছেন, তাও এখনো জানা যায়নি।

এর আগেও ২০১৯ সালের ১৫ নভেম্বর মেহরুবা সালসাবিলের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন নোবেল। এই সংসার বেশিদিন টেকেনি। মাদক না ছাড়ায় চলতি বছরের মে মাসের শুরুতে নোবেলকে বিচ্ছেদের কথা জানান সালসাবিল।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ