spot_imgspot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩
প্রচ্ছদচট্টগ্রামকক্সবাজারযেকোন পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদস্যদের প্রস্তুত থাকার নির্দেশ

বিজিবি মহাপরিচালকের মিয়ানমার সীমান্ত পরিদর্শন-

যেকোন পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদস্যদের প্রস্তুত থাকার নির্দেশ

কক্সবাজার প্রতিনিধি
spot_imgspot_imgspot_imgspot_img

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকালীন যেকোনো আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশনা দিয়েছেন বিজিবি’র মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান।

তিনি বলেছেন, সীমান্তে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনে সবাইকে সচেষ্ট থাকতে হবে। ঠেকাতে হবে যেকোন ধরনের অবৈধ অনুপ্রবেশ। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির সফল বাস্তবায়নে সর্বোচ্চ সতর্কতা নির্দেশনা দেন বিজিবি মহাপরিচালক।

সোমবার (২০ নভেম্বর) দুপুরের দিকে কক্সবাজার-নাইক্যংছড়ি এলাকার বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত পরিদর্শন কালে বিজিবি’র মহাপরিচালক এসব কথা বলেছেন বলে জানিয়েছেন বিজিবি’র জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।

তিনি জানান, নিয়মিত অপারেশনাল, প্রশিক্ষণ ও প্রশাসনিক কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি মিয়ানমারের অভ্যন্তরীন চলমান সংঘর্ষের ঘটনায় উদ্ভূত সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণে আসেন বিজিবি মহাপরিচালক।

এদিন সকাল থেকে রামু সেক্টরের টেকনাফ ব্যাটালিয়ন (২বিজিবি) এর আওতায় হোয়াইক্যং বিওপি এবং কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ বাইশফাঁড়ি বিওপি এবং তুমব্রু ও ঘুমধুম সীমান্ত এলাকায় যান তিনি।

পরিদর্শনকালে বিজিবি মহাপরিচালক সীমান্তে দায়িত্বরত সকল পর্যায়ের বিজিবি সদস্যদের খোঁজখবর নেন। এ সময় তিনি সবাইকে সীমান্তে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের পাশাপাশি যেকোন ধরনের অবৈধ অনুপ্রবেশের বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দেন। এ সময় তিনি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির সফল বাস্তবায়নের নির্দেশনা দেন। এছাড়াও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সদা প্রস্তুত থাকারও নির্দেশনা দেন।

তিনি আরো জানান, পরিদর্শনকালীন বিজিবি মহাপরিচালকের সাথে বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, কক্সবাজার রিজিয়ন কমান্ডার, রামু সেক্টর কমান্ডার ও সংশ্লিষ্ট ব্যাটালিয়নসমূহের অধিনায়কগণসহ বিজিবি’র অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ