spot_imgspot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩
প্রচ্ছদচট্টগ্রামসীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে সেবা প্রার্থীদের মুখে হাসি

সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে সেবা প্রার্থীদের মুখে হাসি

মোঃ জয়নাল আবেদীন, সীতাকুণ্ড
spot_imgspot_imgspot_imgspot_img

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয় প্রাঙ্গণে সপ্তাহে দু’দিন সোমবার ও বুধবার গণশুনানির আয়োজন করা হয়।এসময় সেবা প্রার্থীদের আপ্যায়ন করা হয়েছে।

২০ নভেম্বর সোমবার সকাল এগারোটায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে গণশুনানির আয়োজন করেন। এতে এসিল্যান্ড প্রত্যেকটি মামলা উভয়ের তর্কবিতর্ক শুনে অল্প সময়ের মধ্যে নিষ্পত্তি করেন।

গণশুনানির বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আলাউদ্দিন বলেন, গণশুনানির উদ্দেশ্য হচ্ছে সেবাপ্রার্থী তথা বাদী বিবাদীর মামলার শুনানির সময় উপস্থিত অন্যান্য সেবাপ্রার্থীরা মনোযোগ সহকারে তা অবলোকন করতে পারে। এজন্য সপ্তাহে দুদিন সোমবার ও বুধবার গণশুনানির আয়োজন করা হয়। তাছাড়া মামলার শুনানি নিয়ে সেবাপ্রার্থীরা যাতে কোন সন্দেহ প্রকাশ না করে সেজন্য সেবাপ্রার্থী সকলের উপস্থিতিতে গণশুনানির আয়োজন করি।

সেবাপ্রার্থীরা বলেন, স্যার আমাদের মামলার তর্ক বিতর্ক সকলের সামনে ধৈর্য্য সহকারে শুনায় আমরা খুব সন্তুষ্ট।

গণশুনানির সময় উপস্থিত ছিলেন, ভূমি কার্যালয়ের অফিস সহকারী সবদের হোসেন, কানুনগো সুব্রত দেওয়ান, সার্ভেয়ার মোঃ নেজাম উদ্দীন, মোঃ কামরুল ইসলাম, মোঃ সজীব হোসেন সহ প্রমুখ।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ