spot_imgspot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩
প্রচ্ছদচট্টগ্রামনতুন ঠিকানায় চট্টগ্রামের ভারতীয় ভিসা কেন্দ্র

নতুন ঠিকানায় চট্টগ্রামের ভারতীয় ভিসা কেন্দ্র

নিজস্ব প্রতিবেদক
spot_imgspot_imgspot_imgspot_img

চট্টগ্রামের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের (আইভেক) ঠিকানা বদলে গেছে। এখন থেকে নতুন ঠিকানায় ভিসার আবেদন ফরম জমা দিতে হবে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) নতুন এই ভবন উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার শ্রী প্রণয় ভার্মা। এই সময় আরও উপস্থিত ছিলেন সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী ও ভারতীয় সহকারী হাই কমিশনার ডা. রাজীব রঞ্জন এবং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (এসবিআই) বাংলাদেশের কান্ট্রি হেড অমিত কুমার।

ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের নতুন ঠিকানা হলো নাসিরাবাদ ২ নম্বর গেট সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পাশে চট্টগ্রাম ট্রেডিং হাউস ভবনের দ্বিতীয় তলায়।

এর আগে এতদিন চট্টগ্রামের মানুষ খুলশী থানা এলাকার জাকির হোসেন রোডের হাবিব লেইনে ভিসার আবেদন জমা করতো।

এদিকে উদ্বোধনকালে প্রণয় ভার্মা বলেন, ‘এখন থেকে খুলশীর পুরাতন আইভেক সেন্টার বন্ধ থাকবে। নতুন ঠিকানার আইভেক সেন্টারে আরও বিস্তৃত পরিসরে সেবা পাবে মানুষ। ভিসা প্রত্যাশীদের সুবিধার জন্য অত্যাধুনিক ও নান্দনিক পরিবেশে ভারতীয় ভিসা আবেদেনের কেন্দ্রটি চালু করা হয়েছে। এতে চট্টগ্রামের বাসিন্দাদের ভিসা আবেদনের প্রক্রিয়া আরও সহজ হবে।’

আরও পড়ুন

spot_img

সর্বশেষ