spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
সোমবার, ২৯ মে ২০২৩
প্রচ্ছদঅর্থনীতিবিএসসি’র জন্য ৬টি নতুন জাহাজ সংগ্রহ করা হয়েছে: খালিদ মাহমুদ

বিএসসি’র জন্য ৬টি নতুন জাহাজ সংগ্রহ করা হয়েছে: খালিদ মাহমুদ

spot_img

বাংলাধারা প্রতিবেদন »

চলতি অর্থ বছরে বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) ১ হাজার ৬৩৭ কোটি ১৫ লাখ ১৫ হাজার টাকা ব্যয়ে আরো ৬টি নতুন জাহাজ নির্মাণ করছে। তরিকত ফেডারেশনের আনোয়ার হোসেন খানের এক প্রশ্নের জবাবে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী আজ সংসদে এ কথা জানান।

তিনি বলেন, এ ৬টি জাহাজের নির্মাণ ব্যয়ের মধ্যে প্রকল্প সাহায্য ১ হাজার ৫২৭ কোটি ৬৬ লাখ টাকা এবং ১০৯ কোটি ৪৯ লাখ ১৫ হাজার টাকা নিজস্ব তহবিলের অর্থ রয়েছে। প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা লাভের পর দেশের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে ১৯৭২ সালে ১৪টি সমুদ্রগামী জাহাজ নিয়ে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের যাত্রা শুরু হয়।

পরবর্তীতে দীর্ঘদিনের অবহেলিত বিএসসিকে নতুন আঙ্গিকে তুলে ধরতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা ও সহযোগিতায় ৬টি নতুন জাহাজ সংগ্রহ করা হয়েছে। এর ধারাবাহিকতায় আরো নতুন জাহাজ সংগ্রহ করার পরিকল্পনা নেয়া হয়েছে।

তিনি জাতীয় পার্টির লিয়াকত হোসেন খোকার এক প্রশ্নের জবাবে বলেন, বিআইডব্লিউটিএ’র নৌ-সংরক্ষণ ও পরিচালন বিভাগের অধীনে ছোট বড় মোট ৬০টি জাহাজ রয়েছে। এ সব জাহাজ বিআইডব্লিউটিএ’র উন্নয়নমূলক কাজে ব্যবহার করা হয়। তিনি জানান, এর বাইরে বিআইডব্লিউটিএ’র অধীনে সী-ট্রাক ও ওয়াটারবাসসহ মোট ৩৮টি যাত্রীবাহী জাহাজ রয়েছে।

সূত্র-বাসস

আরও পড়ুন

spot_img

সর্বশেষ