spot_imgspot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩
প্রচ্ছদচট্টগ্রামচট্টগ্রাম-১০ আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র নিলেন জহির উদ্দিন বাবর

চট্টগ্রাম-১০ আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র নিলেন জহির উদ্দিন বাবর

নিজস্ব প্রতিবেদক
spot_imgspot_imgspot_imgspot_img

চট্টগ্রাম-১০ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন গণপরিষদ সদস্য, সাবেক এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মো: ইসহাক মিয়ার দৌহিত্র, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক উপ-কমিটির সদস্য জহির উদ্দিন মোহাম্মদ বাবর।

সোমবার (২০ নভেম্বর) বঙ্গবন্ধু এভিনিউয়ের দলীয় কার্যালয়ে থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, আওয়ামী লীগের প্রতিষ্ঠাকাল থেকে জীবনের শেষ দিন পর্যন্ত আমার নানু মরহুম ইসহাক মিয়া বঙ্গবন্ধুর আদর্শে দল ও দেশের জন্য কাজ করে গেছেন। আমি ২০০০ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত ১৭ বছর নানুর একান্ত সচিব হিসেবে নানুর সাথে রাজনৈতিক কর্মকাণ্ডে নিয়োজিত ছিলাম। দেশ, দল এবং জনগণের জন্য কাজ করার ইচ্ছা নানুর থেকেই শিখেছি।

তিনি আরও বলেন, জননেত্রী শেখ হাসিনা যদি আমাদের পরিবারকে মুল্যায়ন করেন আমিও নানুর আদর্শ ও দলের নীতি ধারণ করে জনগণের জন্য কাজ করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গঠনে দলের হয়ে কাজ করতে চাই।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ