দ্বাদশ জাতীয় নির্বাচনে অংশ নিতে চট্টগ্রাম-১১ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র নিয়েছেন চট্টগ্রামের তরুণ আওয়ামী লীগ নেতা, বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য ও মানবাধিকার নেতা আমিনুল হক বাবু। মঙ্গলবার (২১ নভেম্বর) তিনি মনোনয়নপত্র নেন।
আমিনুল হক বাবু নিজ এলাকা ৩০নং পূর্ব মাদারবাড়ী ওয়ার্ড ছাত্রলীগের অর্থ সম্পাদক, যুবলীগের সাংস্কৃতিক সম্পদক এবং আওয়ামী লীগের শিক্ষা ও মানব কল্যাণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন। পরে তিনি চট্টগ্রাম মহানগর কৃষক লীগের প্রতিষ্ঠাতা সদস্য সচিবের দায়িত্বও পালন করেছেন। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এবং চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি
হিসাবে তিনি সাংস্কৃতিক সংগঠক হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
তিনি রোটারি জেলা ৩২৮২র জেলা কমিটি, চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীর সদস্য, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে সদস্য, চট্টগ্রাম মেডিকেল কলেজ রোগী কল্যাণ সমিতির সদস্যসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে যুক্ত আছেন। এছাড়াও তিনি সামাজিক ক্লাব চট্টগ্রাম বোট ক্লাব, শাহীন গলফ এন্ড কান্ট্রি ক্লাব, চট্টগ্রাম এলিট ক্লাব এবং খুলশী ক্লাবের সদস্য হিসেবে যুক্ত আছেন।
করোনা কালীন সময়ে তিনি মানবিক হাসপাতাল প্রতিষ্ঠা করে চট্টগ্রামের মহানগরের করণা রোগীদের ফ্রীএম্বুলেন্স সার্ভিস,করোনা রোগীদের বাসায় গিয়ে ফ্রি চিকিৎসা সেবা,ফ্রি মাস্ক, সেনিটাইজার, দুঃস্থদের মাঝে রান্না করা খাবার ও শুকনো খাবার বিতরণ করে জনগণের দৃষ্টি কাড়েন। এছাড়া চট্টগ্রাম মহামগরসহ বৃহত্তর চট্টগ্রামে মানবাধিকার আন্দোলনে তার ভূমিকা রয়েছে। বিশেষ করে মেয়ার গলি থেকে শেকল বন্দী মাধবীকে উদ্ধারের ঘটনা দেশব্যাপী আলোচিত হয়েছিল। তাছাড়া ইপিজেড থেকে শেকলবন্দী বিলকিসকে উদ্ধার করে। চিকিৎসার ব্যবস্থা করে আবার কর্মে নিয়োজিত করেছেন, এছাড়াও বে-ওয়ারিশ এবং দুঃস্থ মানুষকে নিয়েও তার কাজ করার সুনাম আছে।