spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
শনিবার, ৩ জুন ২০২৩
প্রচ্ছদআন্তর্জাতিকইন্দোনেশিয়া-পূর্ব তিমুরে ৭.৫ মাত্রার ভূমিকম্প

ইন্দোনেশিয়া-পূর্ব তিমুরে ৭.৫ মাত্রার ভূমিকম্প

spot_img

বাংলাধারা ডেস্ক »

পূর্ব তিমুর ও ইন্দোনেশিয়ার উপকূলে ৭ দশমিক ৫ মাত্রার ভয়াবহ একটি ভূমিকম্প হয়েছে। তবে এই কম্পনের জন্য সুনামি সতর্কবার্তা জারি করা হয়নি৷ যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) প্রতিবেদনে সোমবারের এ ভূমিকম্পটির উৎপত্তি সাগরতলের ২২০ কিলোমিটার গভীরে বলে জানানো হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভূমিকম্পের পর হাওয়াইভিত্তিক প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র কোনো সুনামি সতর্কর্তা জারি করেনি; এ ভূমিকম্পে কোনো সুনামির সম্ভবনা নেই বলে জানিয়েছে কেন্দ্রটি। ভূমিকম্পের সময় পূর্ব তিমুরের রাজধানী দিলিতে জোরালো কম্পন অনুভূত হয়।

এ সময় আতঙ্কিত লোকজন ঘরবাড়ি ছেড়ে বাইরে বের হয়ে আসে বলে রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী সাংবাদিক জানিয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে এখানে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর হয়নি। ইন্দোনেশিয়ার বালি দ্বীপেও ভূমিকম্পটি অনুভূত হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কয়েকজন ব্যবহারকারী জানিয়েছেন।

তাৎক্ষণিকভাবে ইন্দোনেশিয়াও কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর হয়নি বলে দেশটির জাতীয় দুর্যোগ প্রশমণ সংস্থার কর্মকর্তা রিটা রোজিটা জানিয়েছেন। ভূমিকম্পটির উপকেন্দ্র থেকে প্রায় ৭০০ কিলেোমিটার দূরে অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলীয় শহর ডারউইনেও কম্পন অনুভূত হয়েছে বলে অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন (এবিসি) জানিয়েছে; এখানেও ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। ভূমিকম্পটির উৎপত্তি ভূপৃষ্ঠের অনেক গভীরে হওয়ায় সুনামির কোনো হুমকি নেই বলে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র এক বিবৃতিতে জানিয়েছে।

বাংলাধারা/এফএস/এমআর/টিএম

আরও পড়ুন

spot_img

সর্বশেষ